শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৮:৩৮

আমেরিকায় পরিচয় নিয়ে ‘সঙ্কটে’ মুসলিমরা

 আমেরিকায় পরিচয় নিয়ে ‘সঙ্কটে’ মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহ আগে গাড়িতে দুই শিশু সন্তানের সামনে হিজাব ঢাকতে শুরু করেন মিরভেট্টে জুডে। এর কারণ ব্যাখ্যায় সন্তানদের তিনি বলেন, স্কার্ফের কারণে সহজেই মুসলিম বুঝতে পেরে কেউ তাদের মাকে কষ্ট দিয়ে কিছু করতে পারে। “এখন আমার শিশু সন্তানদের আমাকে এসব বলতে হচ্ছে,” বলেন সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত ৩৯ বছর বয়সী জুডে। “আমার ধর্মের কারণে একটা কাজ করায় তা আমাকে অনিরাপদ করতে পারে- এটা সন্তানদের বলতে আমার হৃদয় ভেঙে যায়,” বলেন তিনি। গত ২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে এক তরুণ মুসলিম দম্পতি গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার পর যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী মনোভাব বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছে অনেক পরিবার। আমেরিকান ও মুসলিম পরিচয় নিয়ে সঙ্কটে পড়ার কথা জানিয়েছেন তারা। জুডে জানান, তিনি সন্তানদের বলেছেন মুসলিম হওয়ায় তাদের কর্মকাণ্ডের ওপর বাড়তি নজর রাখা হতে পারে। আট বছর বয়সী ছেলেকে তিনি শেখান, স্কুলে কখনো ‘ব্লো আপ’ উচ্চারণ না করতে এবং বন্দুক নিয়ে খেলছে এমনটা বোঝায় সেরকম কিছু না করতে, এমনকি বন্ধুরা তা করলেও। তার ছেলে তার কাছে জানতে চেয়েছে, লোকজন তাকে বা তাদের পরিবারকে ঘৃণা করে কি না। জুডে বলেন, হিজাবের কারণে ঘৃণ্য মন্তব্য এবং হুমকি পাওয়ার পর এটা এমন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যার জবাব দেওয়া তার পক্ষে কঠিন। গত ১৩ নভেম্বর ‘আইএস অনুগত’ সন্ত্রাসীরা প্যারিসে হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যার পর থেকে এসব সমস্যা দেখা দিয়েছে। অবশ্য প্যারিস হামলার আগে থেকেই যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী মনোভাব চড়ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্যেও এটা ছিল- মুসলিমরা প্রেসিডেন্সির জন্য উপযুক্ত নয় বলে গত সেপ্টেম্বরে রিপাবলিকান বেন কারসনের মন্তব্য থেকে শুরু করে বিলিয়নেয়ার ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার সাম্প্রতিক দাবিতে। ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশও রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য লড়ছেন। তিনি বলেছেন, সিরীয় শরণার্থীদের মধ্যে যারা নিজেদের খ্রিস্টান প্রমাণ করতে পারবে শুধু তাদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া উচিত। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ঘরবাড়ি ছেড়ে ইউরোপ-আমেরিকায় আশ্রয়ের জন্য যাচ্ছে লাখ মানুষ, যাদের মধ্যে খ্রিস্টানের সংখ্যা নগণ্য। কিছু মুসলিম পরিবার বলছে, তাদের ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। যেমন গত ৭ ডিসেম্বর ফিলাডেলফিয়ায় একটি মসজিদের দরজার সামনে একটি শূকরের মুণ্ডু পাওয়া, ওই ঘটনা জাতীয় গণমাধ্যমের শিরোনাম হয়েছিল। শূকরের মাংস ও তা থেকে তৈরি করা যে কোনো ধরনের পণ্য ইসলামে হারাম। এর বাইরেও অনেক ঘটনা আড়ালে থেকে যাচ্ছে, যেমন গত ৬ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ায় একটি পার্কে একদল মুসলিম নামাজ পড়ার সময় তাদের দিকে গরম কফি ছুড়ে মারেন এক নারী। এ ধরনের ঘটনার তথ্য সংরক্ষণকারী দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন বলছে, গত ছয় বছর ধরে তারা তথ্য সংরক্ষণ করছেন, যার মধ্যে এবারই আমেরিকায় মসজিদগুলোতে সবচেয়ে বেশি মাত্রায় ভাংচুর, ক্ষয়ক্ষতি ও ভয় দেখানোর ঘটনা ঘটেছে। গ্রুপটি এবার মসজিদে এ ধরনের ৭১টি ঘটনার কথা জানিয়েছে, যার মধ্যে ভাংচুর থেকে হয়রানি, সম্পদের ক্ষয়ক্ষতি এবং মসজিদ নির্মাণে প্রতিবেশীদের কাছ থেকে আপত্তি আসার মতো ঘটনা রয়েছে। দেশটির ২৮ লাখ মুসলিমের অনেকে বলছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিমবিরোধী কর্মকাণ্ড আরও খারাপ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা করছেন। [প্রতিবেদনটি তৈরি করেছেন রয়টার্সের সাংবাদিক ইয়াসমিন আবুতালেব] ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে