রেললাইনে ফাটল, কিশোরের উপস্থিত বুদ্ধি
আন্তর্জাতিক ডেস্ক : রেললাইনে ফাটল, ধেয়ে আসছিল ট্রেন, কিশোরদের জীবন বাঁচানো বুদ্ধিতে বাঁচল কয়েশ' যাত্রীর প্রাণ। তিন কিশোরের উপস্থিত বুদ্ধিতে অল্পের জন্য রক্ষা পেয়ে গেল লোকাল ট্রেনটি। বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন আপ চম্পাহাটি-হাসনাবাদ লোকালের যাত্রীরা।
কিশোরদের মুহূর্তে সিদ্ধান্ত। সেকেন্ডে ব্যবস্থা। বুদ্ধির জোরে কয়েকশ' যাত্রীর প্রাণ বাঁচিয়ে দিল সাগর ও তার বন্ধুরা। শনিবার সকাল সোয়া আটটার দিকে লাইনে ফাটল প্রথম নজরে আসে এ কিশোরের।
পাশেই বস্তিতে থাকে সে। ছুটে গিয়ে আরো দুই বন্ধুকে ডেকে আনে সাগর। একটি লাঠিতে গামছা জড়িয়ে লাইনের পাশে দাঁড়িয়েই তা নাড়াতে থাকে তারা। দৃষ্টি আকর্ষণের এ ফর্মূলা সফল হয়।
ট্রেন দাঁড় করিয়ে দেন আপ ভারতের চম্পাহাটি-হাসনাবাদ লোকালের চালক। রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের নির্দেশেই ওই লাইন দিয়ে খুব ধীরগতিতে ট্রেন চালিয়ে বেরিয়ে যান তিনি।
কোনো বিপদ হয়নি। এরপর শুরু হয় চম্পাহাটি-কালিকাপুরের মাঝে, ক্ষতিগ্রস্ত লাইন সারা। তবে এজন্য আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করতে হয়নি।
১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�