বুধবার, ৩১ জুলাই, ২০১৯, ০৭:৫৫:০৪

বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া

 বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ‘নেভি ডে’ উপলক্ষে বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া। দিবসটি উদযাপনে চোখধাঁধানো যুদ্ধজাহাজের কুচকাওয়াজ, যুদ্ধবিমানের মহড়া আর অত্যাধুনিক সব অস্ত্রের প্রদর্শনে দেশবাসীকে মাতিয়েছেন রাশিয়ার নৌ-বাহিনীর কর্মকর্তারা। রবিবার ‘নেভি ডে’ উপলক্ষে কেবল দেশে নয়, বিদেশের মাটিতেও রুশ সামরিক বাহিনী উদযাপন করেছে এ দিবস। 

দিবসটি উপলক্ষে বাল্টিক সাগরের সেন্ট পিটার্সবার্গ উপকূলে রুশ নৌ-বাহিনীর চারটি বহরের ৪৩টি জাহাজ প্যারেডে অংশ নেয়। একইসঙ্গে নৌ-বাহিনী পরিচালিত আধুনিক যুদ্ধবিমান এসইউ-৩০এসএম এবং বিই-১২ উভচর অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমানও অংশ নেয় প্যারেডে। প্রায় ৪ হাজারের মতো নাবিক তাদের প্যালেস স্কয়ারে ইউনিফর্ম পরে প্যারেডে অংশ নেন। 

রাশিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটিতে ছোট পরিসরে ‘নেভি ডে’ উদযাপন হয়। সেখানে এসইউ-৩৫ ফাইটার জেট, এসইউ-৩৪ গ্রাউন্ড অ্যাটাক প্লেনসহ বিভিন্ন যুদ্ধবিমান ৯টি জাহাজের ওপর দিয়ে চক্কর দেয়। উদযাপনে অংশ নেন সামরিক ঘাঁটিতে থাকা প্রায় ৫শ’ রুশ সৈন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে