বুধবার, ৩১ জুলাই, ২০১৯, ০৭:৪৫:৫৯

উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে ইরান-রাশিয়ার সামরিক মহড়ার ঘোষণা

উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে ইরান-রাশিয়ার সামরিক মহড়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে ইরান ও রাশিয়ার নৌ বাহিনী মহড়া চালাবে বলে জানিয়েছেন ইরানের নৌ বাহিনীর কমান্ডার হোসেইন খানজাদি। খবর ইরানা ও তাস।

ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এবং হরমুজ প্রণালীতে এ মহড়া চালানো হবে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাশিয়া ও ইরান উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এক যোগে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।

চলতি বছরের শেষ দিকে ইরান-রাশিয়া এ মহড়া করতে পারে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরানা নিউজ এজেন্সি। তবে মহড়ার নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

ইরানের নৌ বাহিনীর কমান্ডার হোসেইন খানজাদি বর্তমানে তিন দিনের সফরে রাশিয়ায় রয়েছেন। রাশিয়ার নৌ বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে তিনি এ ভ্রমণ করছেন।

এদিকে পারস্য উপসাগরে তেল ট্যাংকারের নিরাপত্তা বিষয়ে ইউরোপীয় নৌবহর গঠনের ঘোষণাকে ‘শত্রুভাবাপন্ন’ ও ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেন, এ ধরনের পদক্ষেপ নিরাপত্তায় তেমন কাজে আসবে না।

ইরান সরকারের মুখপাত্র আলি রাবেই বলেছেন, পারস্য উপসাগরে ইউরোপীয় ইউনিয়নের এ পদক্ষেপ শত্রুতামূলক বার্তা দেয়। এটি উস্কানিমূলক এবং এ অঞ্চলের অস্থিরতা আরো বাড়াবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে