বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০১৯, ০১:৪৫:১৬

রং নাম্বারে প্রেম, আসাম থেকে পালিয়ে বিহারে গিয়ে বিয়ে; অতঃপর চলন্ত ট্রেন থেকে ধাক্কা!

রং নাম্বারে প্রেম, আসাম থেকে পালিয়ে বিহারে গিয়ে বিয়ে; অতঃপর চলন্ত ট্রেন থেকে ধাক্কা!

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের আসামের তিনসুকিয়ার বাসিন্দা ১৮ বছর বয়সী বেবি। বাবা তিনসুকিয়া পৌরসভায় চাকরি করেন। সুখেই কাটছিল দিনরাত। কিন্তু রং নাম্বারের কলে বদলে গেল জীবন। পরিচয় হয় হীরা (২৫) নামের এক ব্যক্তির সঙ্গে। তারপর শুরু প্রেমে। সেখানেই থেমে নেই তাদের সম্পর্ক। আসাম থেকে পালিয়ে গিয়ে বিহারের একটি মন্দিরে বিয়েটাও করে ফেলেন। এরপরই শুরু বিপত্তি। 

ভারতীয় স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তিন মাস ধরে এক অজানা নাম্বার থেকে ফোন আসছিল বেবির নাম্বারে। দিনকয়েক পর হীরার সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। পরে ২৬ জুলাই হীরা তিনসুকিয়ায় পৌঁছায় এবং বেবি তার সঙ্গে পালিয়ে যান। পরের দিন পৌঁছায় পাটনায়। দু’দিন সেখানকার একটি হোটেলে থেকে ২৯ জুলাই তারা মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেন।

মঙ্গলবার তারা মোরাদাবাদগামী একটি ট্রেনে উঠেছিল বলে জানান বেবি। তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তার স্বামী হীরা। এরপর তিনি নিজেও ঝাঁপিয়ে পড়েন রেলের ট্র্যাকের উপর। ফতেগঞ্জে রেলের ট্র্যাকে পড়েছিল মেয়েটি। তার পাশেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তার স্বামী। 

দেশটির রেলওয়ের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতের জিআরপি। মেয়েটিকে লখনউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে