আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল আবারও সিরিয়ায় ক্ষে'পণাস্ত্র হা'মলা চালিয়েছে। যদিও ওই হা'মলায় ভ'য়াবহ কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর পার্স ট্যুডে।
ইসরায়েলের দখলীকৃত গোলান মালভূমির পাশে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের তাল বারিকা গ্রামে ইসরায়েলি ক্ষেপ'ণাস্ত্র আ'ঘাত হেনেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসরায়েলের কোনো কর্মকর্তা।
সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অঞ্চল এখনও দখল করে রেখেছে ইসরায়েল। কুনেইত্রা প্রদেশটি মূলত গোলান মালভূমিরই অংশ। গোলান মালভূমির যে অংশটি সিরিয়ার নিয়ন্ত্রণে রয়েছে কুনেইত্রা তার অন্যতম।