শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯, ০৭:০৫:০১

বন্যার প্রবল জলস্রোত থেকে শিশুকে উদ্ধার করে নায়ক এই পুলিশ অফিসার

বন্যার প্রবল জলস্রোত থেকে শিশুকে উদ্ধার করে নায়ক এই পুলিশ অফিসার

আন্তর্জাতিক ডেস্ক : এই ছবি হঠাৎ করে দেখলে একটা সুপারহিট ছবির কথা মনে পড়ে যাবে৷ সেটা হল ‘বাহুবলী’৷ সিনেমার পর্দায় প্রবল বৃষ্টিতে শিশুকে মাথায় নিয়ে হেঁটেছিলেন শিবগামী৷ 

বাস্তবেও ঠিক তেমনই দৃশ্য দেখা গেল৷ এখানে শিবগামীর ভূমিকায় একজন পুলিশ৷ নাম গোবিন্দ ছাবড়া৷ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাতের ভদোদরায়৷ প্রবল বন্যায় এখন ভয়ঙ্কর পরিস্থিতি গুজরাতের বিভিন্ন জায়গায়৷ ভদোদরায় দেবিপুরা এলাকায় বিশ্বামিত্র রেল স্টেশনে ঘটনাটি ঘটেছে৷ 

পানির মধ্যে আটকে পড়া একটি দেড় বছরের শিশুকে উদ্ধার করলেন সাব-ইনসপেক্টর গোবিন্দ৷ তিনি জানান, “ঘটনাস্থলে গিয়ে দেখি একটা বাড়িতে আটকে পড়েছেন একজন মা আর তার শিশু। তখনই ভেবে নিয়েছিলাম যে ভাবেই হোক ওদের উদ্ধার করতেই হবে। বাচ্চাটাকে নিয়ে আসার সময় বুঝি ওকে মাথায় করে আনাটাই সবচেয়ে নিরাপদ। তাই গামলায় বসিয়ে মাথায় চাপিয়ে ওই শিশুকে উদ্ধার করি।”

এই সাহসিকতার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন পুলিশ অফিসারকে৷ কেউ কেউ বলছে বাহুবলীর শিবগামী। আবার কেউ কেউ বলছে মহাভারতের বাসুদেব, যিনি তার সদ্যজাত সন্তান শ্রীকৃষ্ণকে মাথায় করে প্রবল ঝড়ের মধ্য যমুনা নদী পার হয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে