শনিবার, ০৩ আগস্ট, ২০১৯, ০২:১১:৩৫

চাপে পড়ে নান-রুটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নিলেন ইমরান খান

চাপে পড়ে নান-রুটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে চাপে পড়ে নান ও রুটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নিল ইমরান খানের সরকার। বর্তমানে সেখানকার বিভিন্ন শহরে নান বিক্রি হয় ১২ রুপি থেকে ১৫ রুপিতে। গ্যাসের শুল্ক ও আটার দাম বৃদ্ধির আগে এই দাম ছিল ৮ রুপি থেকে ১০ রুপি। একইভাবে বর্তমানে রুটির মূল্য ১০ রুপি থেকে ১২ রুপি।

আগে এর দাম ছিল ৭ থেকে ৮ রুপি। সারা দেশে আগের দামে বিক্রি করতে হবে নান ও রুটি। তবে রুটি ও নানের দাম কমালেও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়ে দেন। এ খবর দিয়েছে অনলাইন ডন।

আর্থিক অবস্থা খুবই খারাপ পাকিস্তানের। তাই বিপাকে পড়ে রুটির দামও বাড়িয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু সাধারণ মানুষের চাপে আবার কমাতে বাধ্য হল ইমরান খান সরকার। পাকিস্তানে অন্যতম প্রধান খাবার রুটি ও নান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে