আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রা'সবাদী হামলার আশ'ঙ্কায় মেয়াদ ফুরনোর আগেই বাতিল করে দেওয়া হল অমরনাথ যাত্রা। জম্মু কাশ্মীর সরকার এই সিদ্ধান্ত জানিয়েছে। অবিলম্বে উপত্যকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত তীর্থযাত্রীদের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পাকিস্তানের মদতে অমরনাথ যাত্রীদের উপর আ'ঘাত হানার ছ'ক কষেছে সন্ত্রা'সবাদীরা, ভারতের কাছে এমন খবর এসেছিল। শুক্রবার ভারতের স্বরাষ্ট্র সচিব শালীন কাবরা এক বিবৃতিতে পরামর্শ দিয়েছেন, ‘পর্যটকদের অবিলম্বে উপত্যকা থেকে সরিয়ে নিয়ে তাদের ফিরে আসার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
এই মরশুমে অমরনাথ যাত্রা শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ যাত্রী অমরনাথ যাত্রা করেছেন। এই প্রসঙ্গে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইট করে জানিয়েছেন, “সরকারি নির্দেশ উপত্যকায় আ'তঙ্কের আবহ কমাতে পারবে না।”
অন্য দিকে সরকারি নি'ষেধাজ্ঞা জারি হওয়ার আগে থেকেই থেকে জম্মুতে অমরনাথ যাত্রার অন-স্পট রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। দু'র্যোগপূর্ণ আবহাওয়া ও অতিরিক্ত ভক্ত সমাগমের কারণে এর আগেই ৪ অগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত রাখার ঘোষণা করেছিল অমরনাথ কর্তৃপক্ষ।
চিনারের কর্প্স কম্যান্ডার লেফটান্যান্ট জেনারেল কেজেএস ধিলন আগেই এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন বিগত তিন চার দিন ধরেই ভারতীয় সেনাবাহিনীর কাছে খবর আসছিল, পাকিস্তানি জ'ঙ্গিরা তীর্থযাত্রীদের ওপর স'ন্ত্রাসবাদী হা'মলার ছক করছিল।
এদিকে, শুধু অমরনাথ যাত্রাই নয়, কাশ্মীরে মাছিল মাতা যাত্রাও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যপাল সত্যপাল মালিক প্রশাসন। অবিলম্বে সমস্ত পর্যটককে কাশ্মীর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ভ'য়-আ'তঙ্কে ত্রস্ত উপত্যকাবাসী। সরকারি নির্দেশিকার পরই ভূ-স্বর্গ ছাড়তে শুরু করেছেন পর্যটকরা।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকায় প্রায় ১১ হাজার পর্যটক রয়েছেন। যাদের মধ্যে ২০০ জনেরও বেশি বিদেশি পর্যটক রয়েছেন। কাশ্মীরের ডিজিপি মুনির খান বলেছেন, ‘তীর্থযাত্রাকে টা'র্গেট করে বড়সড় জ'ঙ্গি হামলা হতে পারে বলে আমাদের কাছে খবর রয়েছে। পর্যটকদের টা'র্গেট করা হতে পারে। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে, সরকারি নির্দেশিকার পরই কাশ্মীরজুড়ে আ'তঙ্ক গ্রাস করেছে। পরিস্থিতি বে'গতিক হওয়ার আ'শঙ্কায় পেট্রোল পাম্প, মুদির দোকান থেকে এটিএম, সর্বত্রই মানুষের ভিড়। বিমান বাতিলের ভাড়া মকুব করার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাগুলি।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে জম্মু-কাশ্মীরে আইনশৃঙ্খলা নি'য়ন্ত্রণে ১০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়। ২৮ জুলাই রেলের ডিভিশনাল সিকিউরিটি কমিশনারের পক্ষ থেকে আগামী ৪ মাসের জন্য রেশন মজুত রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
একইসঙ্গে তাদের পরিবারের সদস্যদের কাশ্মীরে না আনার পরামর্শ দেওয়া হয়। ভারত সরকার ও প্রশাসনের এই তৎপরতা দেখে জোর জল্পনা শুরু হয়। ৩৫ এ ধারা খারিজ হতে পারে বলে জোর জ'ল্পনা চলে রাজনৈতিক মহলে।