আন্তর্জাতিক ডেস্ক : সচরাচর পাখিপ্রেমীদের বলতে শোনা যায়, পাখি মা'রবেন না, বাসায় তাদের বাচ্চারা অপেক্ষায় থাকে, কখন মা খাবার নিয়ে ফিরবে। তাদের হৃদয় বিদারক সেই আকুতি অনেকেরই মনে ধরে। আর এমন মানবিক আবেদন মনে ধরার মতোই। তবে, এবার পাখিপ্রেমী একটি সংগঠন বলছে, মশা না মা'রার কথা। এমনকি মশাদের কামড়াতে দেওয়ারও অনুরোধ করা হচ্ছে।
ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলের সঞ্চালক আইমেরিক ক্যারন বলছেন, মশাগুলো তাদের সন্তান জন্ম দেওয়ার জন্য মানুষের রক্ত পান করে। সন্তান জন্ম দানে তাদের বাধা দেওয়া ঠিক নয়।
তিনি আরো বলেন, মূলত সন্তানদের বাঁচাতে মা মশা মানুষের রক্ত খায়। প্রাণীকূলের সবার সঙ্গেই সমান আচরণ করা উচিত। তাদেরও তো জীবন আছে। তাদেরও বেঁচে থাকার ও বংশবৃদ্ধির অধিকার পাওয়া উচিত।
নিজেকে তিনি মশাপ্রেমী উল্লেখ করে আরো বলেন, যেখানে ডেঙ্গু হওয়ার শঙ্কা রয়েছে, কেবল সেখানে বাদে অন্য সবখানে মশাদের রক্ত পানে বাধা দেওয়া উচিত নয়। আমি মশাদের কখনোই রক্ত পানে বাধা প্রদান করি না।
তিনি আরো বলেন, এটা মনে করতে হবে যে, একটা প্রাণীর বাচ্চা লালন-পালনের জন্য কিছু সময় পরপর রক্ত দেওয়া হচ্ছে। এটাকে হাস্যকর বা নাটক মনে করার কিছু নেই।