ট্রেনের ঝুড়িতে মহিলার দেহ
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শিয়ালদায় আপ নামখানা লোকাল থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। অন্য কোথাও খুন করে ঝুড়িতে ভরে দেহটি ট্রেনে রেখে যাওয়া হয়েছিল বলে ধারণা রেল পুলিশের।
দেখতে আর পাঁচটা ঝুড়ির মতোই, কিন্তু ওপরের কার্টন খুলতেই বেরিয়ে এল উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত দেহ! শনিবার এ খবর দিয়েছে এবিপি।
রেল সূত্রে খবর, শনিবার সকালে সোনারপুর স্টেশন পেরোনোর পর ঝুড়িটি দেখে সন্দেহ হয় ফার্স্ট কমপার্টমেন্টের যাত্রীদের। খবর যায় বালিগঞ্জ জিআরপিতে। কিন্তু ততক্ষণে, সকাল এগারটারর দিকে শিয়ালদার ১৪ নম্বর প্লাটফর্মে ঢুকে যায় নামখানা লোকাল। এরপর ঝুড়ি থেকে দেহ উদ্ধার করে রেল পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মধ্যবয়স্ক ওই মহিলার গলায় দড়ির ফাঁস লাগানো ছিল। ওই দড়ি দিয়েই দেহটি বেঁধে ঝুড়িতে ঢোকানো হয়। মহিলার নাক, কান ও মুখ দিয়ে রক্ত ঝড়ছিল। রক্ত যাতে বাইরে চুঁইয়ে না পড়ে, সে জন্য দেহ রাখার আগে ঝুড়িতে প্লাস্টিক পাতা হয়েছিল। পিচবোর্ড দিয়ে ঢেকে দেয়া হয়েছিল ঝুড়ির ওপরের অংশ।
তদন্তকারীদের অনুমান, মধ্যবয়স্ক ওই মহিলাকে খুনের পর ঝুড়িতে দেহ ভরে, ট্রেনে ফেলে রেখে যাওয়া হয়। কিন্তু কোথায় খুন? নেপথ্যে কে বা কারা?
উত্তর খুঁজছে রেল পুলিশ।
১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�