রবিবার, ০৪ আগস্ট, ২০১৯, ১২:৫৭:৫৯

আমাদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুলছে না বিশ্বের শত কোটি মুসলিম : ফিলিস্তিন

আমাদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুলছে না বিশ্বের শত কোটি মুসলিম : ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের জেরুজালেমে ইসলামের প্রথম কেবলা হিসেবে পরিচিত তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসার ভয়ানক পরিস্থিতি নিয়ে মুখ খুলছে না বিশ্বের ১০০ কোটি মুসলমান।

মসজিদে মুসল্লিদের ওপর দখলদার ইহুদিবাদী পুলিশের হামলা ও অত্যাচারের নিন্দা জানিয়ে বিবৃতিতে এমনই বক্তব্য দিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে রমজানে ইহুদিদের নিপীড়ন আরও বেড়েছে বলে উল্লেখ করেন ফিলিস্তিন মন্ত্রী। খবর আনোদালু এজেন্সির।

নামাজরত অবস্থায় মুসল্লিদের মারধর, জোর করে মসজিদ থেকে বের করে দেয়া এবং মসজিদে ঢুকতে না দেয়ার মতো ঘটনা প্রতিদিনই ঘটছে বলে তিনি জানান। ইসরাইলি বাহিনীর সঙ্গে জেরুজালেমে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরাও গত রোববার সকালে পবিত্র মসজিদটিতে ঢুকে মুসল্লিদের মারধর করেছে।

নিন্দা আর আলোচনায় সীমাবদ্ধ না রেখে আগামী ৩১ মে সৌদী আরবে অনুষ্ঠিতব্য ওআইসির সম্মেলনে তিনি এ বিষয়ে মুসলিম নেতাদের জোরালো ভূমিকা আশা করেন।

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল জেরুজালেম দখল করে নেয়। ১৯৮০ সালে জেরুজালেমের আশপাশ এলাকাও দখল করে নিয়ে এটিকে ইহুদি রাষ্ট্রটির রাজধানী বলে দাবি করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে