আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওহাইওর ডেটনে বন্দু'কধা'রীদের হাম'লায় অন্তত ১০জন নিহ'ত হয়েছেন। এতে আহ'ত হয়েছেন আরও ব'হু লোক। রবিবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
প্রসঙ্গত, টেক্সাস হামলার কয়েক ঘণ্টার ব্যবধানেই ওহাইওতে এ হা'মলার ঘ'টনা ঘটলো। খবরে বলা হয়, ডেটনের ওরিগন জেলার ইস্ট ফিফথ স্ট্রিটে এ হাম'লার ঘ'টনা ঘটে।
প্রাথমিকভাবে বলা হচ্ছে, হাম'লাকা'রীকে নি'য়ন্ত্রণ করতে পেরেছে পুলিশ। তবে তাকে আ'টক করা হয়েছে নাকি পুলিশের গু'লিতে সেও নিহ'ত হয়েছে, তা এখনও জানা যায়নি।
এর আগে, শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দু'কধা'রীর হাম'লায় ২০ জন নিহ'ত হয়েছেন। আহ'ত হন অন্তত ২৬ জন। এ ঘটনায় জড়িত স'ন্দেহে প্যাট্রিক ক্রুসিয়াস (২১) নামে এক তরুণকে আ'টক করা হয়েছে।