সোমবার, ০৫ আগস্ট, ২০১৯, ০৮:৪৭:২১

কাশ্মিরের দুই সাবেক মূখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহ গ্রেফতার

কাশ্মিরের দুই সাবেক মূখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মির থেকে গ্রেফতার পিডিপি নেত্রী ও রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কংফারেন্স নেতা ও রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তাদে রাখা হয়েছে কোনও অজ্ঞাতস্থানে৷ 

গতকাল অর্থাৎ রবিবারই মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহকে গৃহবন্দি করা হয়৷ পিডিপি ও ন্যাশনাল কংফারেন্স দলের অন্যান্য নেতানেত্রীদেরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে৷

৩৭০ ধারা বাতিল ঘোষণার পর ট্যুইট করে মেহবুবা মুফতি বলেন, ‘আজ ভারতীয় গণতন্ত্রের কালো দিন। ৩৭০ ধারা বিলোপ অসাংবিধানিক। জম্মু কাশ্মীরকে সন্ত্রস্ত রাখতে চায় কেন্দ্র। ৩৭০ ধারা তুলে নেওয়ায় তা প্রমাণিত। এর নেতিবাচক প্রভাব পড়বেই। কাশ্মীরকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙল কেন্দ্র। যারা সংসদের উপর ভরসা রেখেছিলেন, তারা প্রতারিত হলেন। যারা ভারতীয় সংবিধানকে খারিজ করতে চাইছেন, তাঁরা দেশকে খন্ডন করতে চাইছেন। এটি কাশ্মীরিদের অনুভূতিতে আঘাত।’

সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫এ৷ বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর৷ একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। জম্মু-কাশ্মীর ও লাদাখ - দু’টি জায়গাতেই থাকবেন লেফটেন্যান্ট গভর্নর৷

সপ্তাহের শুরুতে রাজ্যসভায় যেন তোপ পড়ল। সোমবার জম্মু-কাশ্মীর থেকে বিশেষ তকমা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তে উত্তাল হল সংসদের উচ্চকক্ষ। ভবিষ্যতের কাশ্মীর গড়ার মোদি-শাহদের প্রস্তাবনা ছিঁড়ে ফেললেন দুই পিডিপি সাংসদ মীর ফৈয়াজ এবং নাজির আহমেদ। তাদের প্রতিবাদ অন্যমাত্রা নিল, রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে কংগ্রেসের সংসদীয় নেতা গুলাম নবি আজাদের বিতন্ডায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে