মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০১৯, ০১:১০:৪৯

পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা জানালেন ইমরান খান

পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা জানালেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যেকোনও সামরিক পদক্ষেপের পরিণতির বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, রানে হামলা করলে চোরাবালিতে আটকা পড়বে হামলাকারীরা।

এক টিভি সাক্ষাৎকারে ইমরান বলেছেন, আমি ইরানের শহীদি সংস্কৃতির সঙ্গে পরিচিত। বিশ্বের নেতৃবৃন্দের উচিত হবে না ইরানকে অন্য দেশগুলোর সঙ্গে মিলিয়ে ফেলা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে তা তাদের বোঝা উচিত। তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। ইরানের তেল বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে।

পাকিস্তান হচ্ছে ইরানের একটি প্রতিবেশী দেশ। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গেও পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে দেশটির। অন্যদিকে, ভারতও ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে