আন্তর্জাতিক ডেস্ক : ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে ১৪৪ ধারা জারি করেছে ভারত সরকার। মোতায়েন করা হয়েছে হাজার হাজার আধাসামরিক বাহিনীর সদস্য। মাঝে মধ্যেই বেজে উঠছে সাইরেন আর ভারী বুটের শব্দে কেঁপে উঠছে উপত্যকা। যেন উদ্বেগ-উৎকণ্ঠায় স্তব্ধ হয়ে আছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে বিরাজ করছে শুধুই আ'তঙ্ক।
১৪৪ ধারা জারির পাশাপাশি সেখানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও ডিশ সংযোগ। এভাবে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কাশ্মীরকে।
শুধু তা-ই নয়, এই আ'তঙ্কের মধ্যেই ভারত সরকার আজ সোমবার বাতিল করেছে কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত আইন ধারা-৩৭০।
এই আইন বাতিলের ফলে জম্মু-কাশ্মীর থেকে আলাদা করা হয়েছে লাদাককে। লাদাক নেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাসনের আওতায়।