মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০১৯, ০৯:০১:৪১

মুসলিম জনসংখ্যা বাড়াতে হবে : ইরানের সর্বোচ্চ নেতা

মুসলিম জনসংখ্যা বাড়াতে হবে : ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশের অভ্যন্তরীণ শক্তি বাড়াতে হলে মুসলিম জনসংখ্যা বাড়াতে হবে। বৃহৎ জনগোষ্ঠীর ভূখণ্ড যেকোনো মুসলিম-প্রধান দেশের জন্য জাতীয় শক্তির উৎস হিসেবে কাজ করে।

ইমাম আলী (আ.) এবং নবীজীর স্নেহের কন্যা হযরত ফাতিমা (সা.আ.) এর পবিত্র বিবাহ বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানে নবদম্পতিদের এক জমায়েতে ইরানের সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। সর্বোচ্চ নেতার ওয়েবসাইটে তার মন্তব্য প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে আগত দম্পতিদেরকে তিনি ইসলামি নীতি-আদর্শ অনুযায়ী জীবনযাপন করার পরামর্শ দেন। তিনি পবিত্র বিবাহবন্ধন, সন্তান জন্মদান ও জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে মহানবী (স)’র পরামর্শের কথাও তুলে ধরেন। সর্বোচ্চ নেতা বলেন, ইরানের মতো ইসলামি দেশ অথবা যেসব দেশে মুসলিম পরিবেশ আছে সেখানে জনসংখ্যা বেশি হওয়া উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে