মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০১৯, ০৯:৩১:২২

নদীতে ভাসছে অজস্র ডলার!

 নদীতে ভাসছে অজস্র ডলার!

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় দক্ষিণের শহর উলংগংয়ের স্থানীয় ইলাওয়ারা লেক নদীতে ভাসছে অজস্র ডলার! সোমবার সকালে অজস্র ডলার ভাসতে দেখা যায়। 

স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৯টার দিকে এক নারী দেখতে পান যে, নদীতে অসংখ্য অস্ট্রেলীয় ডলার ভাসছে। ভাসমান নোটগুলো ৫০ ডলারের। ওই নারী দ্রুত পুলিশে খবর দেন।

পরে স্থানীয় ইলাওয়ারা লেক থানার পুলিশ ও অন্যান্য মিলে নদী থেকে প্রায় দুই হাজার নোট অক্ষত উদ্ধার করা হয়। তবে মাছের কামড়ে আরও অনেক নোট নষ্ট হয়েছে বলে জানায় পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে