মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০১৯, ০৫:০৪:২৩

অবশেষে জম্মু-কাশ্মীর ইস্যুতে উৎকন্ঠা গলায় মুখ খুললেন মমতা ব্যানার্জী

অবশেষে জম্মু-কাশ্মীর ইস্যুতে উৎকন্ঠা গলায় মুখ খুললেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীর ইস্যুতে অবশেষে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিলের বিরোধিতা জানিয়ে সরব হয়েছেন তিনি। পাশাপাশি মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লার মুক্তি চান।

নরেন্দ্র মোদির অন্যতম প্রধান বিরোধী মুখ মমতা ব্যানার্জী বলেছেন, ‘কাশ্মীরি ও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।’ পাশাপাশি মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লার গ্রেফতারি নিয়ে মমতা বলেছেন, ‘ওঁরা জঙ্গি নন, মুক্তি দিন’।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার তীব্র বিরোধিতা জানিয়ে সরব হয়েছে তৃণমূল। সোমবারই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে ‘গণতন্ত্রের জন্য কালো দিন’ বলে বর্ণনা করেন।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, জম্মু-কাশ্মীর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা এই বিলটি সমর্থন করিনা। আমরা এই বিলের পক্ষে ভোট দেব না। কাশ্মীরি ও সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা উচিত ছিল। যদি আপনি একটা চিরস্থায়ী আলোচনায় আসতে চান, তাহলে সকলের সঙ্গে আলোচনা করতে হবে।’

মমতা আরও বলেছেন, ‘ফারুখ আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিদের খোঁজখবর পাচ্ছি না। সরকারের কাছে আর্জি ওঁদের বিচ্ছিন্ন করবেন না। ওঁরা জঙ্গি নন। গণতন্ত্রের স্বার্থে ওঁদের মুক্তি দেওয়া উচিত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে