মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০১৯, ০৫:১০:৫৪

কাশ্মীরের মসজিদের নিয়ন্ত্রণের নেয়ার খবর 'গুজব'

কাশ্মীরের মসজিদের নিয়ন্ত্রণের নেয়ার খবর 'গুজব'

আন্তর্জাতিক ডেস্ক : সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে সোমবার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে বিজেপি সরকার। রাজ্যটির সাবেক দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

গুঞ্জন ছড়িয়েছে, কাশ্মীরের সব মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত সরকার। প্রমাণস্বরূপ অনেকে ফেসবুক ও টুইটারে ছবিও দিচ্ছেন। তবে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুরনো ছবি ব্যবহার করে এসব গুঞ্জন ছড়ানো হচ্ছে। ছবিগুলো কাশ্মীর থেকে তোলা হয়নি।

এসব ছবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালানোর পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য কুইন্ট। তারা দীর্ঘ অনুসন্ধান চালানোর পর বলছে, আসলে এসব ছবি ছড়িয়ে গুজব রটানো হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে