মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০১৯, ০৮:০২:৫৯

রাজ্যসভার পর লোকসভাতেও অনায়াসে পাশ, বাতিল হয়ে গেল ৩৭০ ধারা

রাজ্যসভার পর লোকসভাতেও অনায়াসে পাশ, বাতিল হয়ে গেল ৩৭০ ধারা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজ্যসভার পর লোকসভায় পাশ হয়ে গেল ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব। রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার পর লোকসভায় সরকারের সামনে কোনও বাধাই ছিল না। 

ফলে প্রত্যাশিতভাবেই প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ ভোটে অনায়াসে পাশ করিয়ে নিতে পেরেছে ভারতের শাসক দল বিজেপি। বিলের পক্ষে ভোট পড়েছে ৩৬৬টি। ৬৬টি পড়েছে বিপক্ষে।

৩৭০ রদ নিয়ে সোমবার তোলপাড় হয়েছিল রাজ্যসভা। মঙ্গলবার একই মেজাজ দেখা গিয়েছে লোকসভাতেও। তবে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতা আসা মোদির সরকার অনায়াসে পাশ করিয়ে নিলো বিলটি।

২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ রায় দেয়, ৩৭০ অনুচ্ছেদ আর অস্থায়ী নয়। দীর্ঘদিন ধরে তা সংবিধানের অংশ হিসেবে থাকায় এখন তা প্রায় স্থায়ী অনুচ্ছেদেরই মর্যাদা পেয়েছে। 

ফলে, ওই রায়কে সামনে রেখেও আদালতে যুক্তি সাজানো হতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। ওই পদক্ষেপ শীর্ষ আদালতে আইনি পরীক্ষার মুখে পড়তে চলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে