মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০১৯, ১১:৪৮:৫৪

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর এবার পশ্চিমবঙ্গ ভাগের শঙ্কা

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর এবার পশ্চিমবঙ্গ ভাগের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এবার ভারতের পশ্চিমবঙ্গ ভাগের শঙ্কা দেখা দিয়েছে। ‘গোর্খাল্যান্ড’-এর দাবিতে সরব হওয়া বিমল গুরুঙ্গ পলাতক থাকা অবস্থায় মোদি সরকারকে শুভেচ্ছা পাঠানোয় আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে গোর্খাল্যান্ড প্রসঙ্গ।

গোপন আস্তানা থেকে মোদি সরকারের এই পদক্ষেপের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়ে গুরুঙ্গ বলেন, কেন্দ্র সরকারকে কাশ্মীর সমস্যা সমাধানে সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি দার্জিলিংয়েও এভাবে সমস্যার সমাধান হবে। দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করলে, সেটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ হবে।

গুরুঙ্গর এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন পাহাড়ের বাকি দলগুলোর নেতারাও। এমনকি তৃণমূলপন্থী মোর্চা নেতা বিনয় তামাংও ওই দাবি সমর্থন করছেন।

গোর্খা জনমুক্তি মোর্চার এক নেতা বলেন, আমরা অনেক বছর ধরে আলাদা গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে আসছি। বিজেপির ইশতেহারেও সে কথা উল্লেখ রয়েছে। বিমল গুরুং এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, আমরা মনে করি এটাই সঠিক সময় গোর্খাল্যান্ডকে বিধানসভা-সমেত কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার। আমরা এই দাবিতে দ্রুত আন্দোলনে নামছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে