আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত হলেন সাবেক বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি সপ্তদশ লোকসভা নির্বাচনে লড়েননি। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন বিজেপির বর্ষিয়ান এই নেত্রী।
আজ তার অবস্থার অবনতি হওয়ায় নয়াদিল্লির এআইআইএমএস-এ ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর মাত্র ৩ ঘণ্টা আগেও শেষ ট্যুইটার পোস্টে কাশ্মীরে ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্তে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন সুষমা।
টুইটে এই দিনের জন্য সারা জীবন তিনি অপেক্ষা করেছিলেন, জানিয়েছিলেন স্বরাজ। সুষমা স্বরাজের প্রয়াত হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস।
২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব সামলেছেন সুষমা স্বরাজ।