বুধবার, ০৭ আগস্ট, ২০১৯, ১২:৩০:৩৪

সুষমা স্বরাজের মৃত্যুতে এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি : নরেন্দ্র মোদি

সুষমা স্বরাজের মৃত্যুতে এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত হলেন সাবেক বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি সপ্তদশ লোকসভা নির্বাচনে লড়েননি। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন বিজেপির বর্ষিয়ান এই নেত্রী।  

আজ তার অবস্থার অবনতি হওয়ায় নয়াদিল্লির এআইআইএমএস-এ ভর্তি করা হয়। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সুষমা স্বরাজের মৃ'ত্যুতে গভীর শোকাহত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শোকবার্তায় মোদি বলেন, ভারতীয় রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হয়েছে। ভারত একজন উল্লেখযোগ্য নেতার মৃ'ত্যুতে শোকাহত, যিনি তার জীবন জনসেবা এবং দরিদ্রদের জীবনযাত্রায় উৎসর্গ করেছিলেন। সুষমা স্বরাজজী এমন একজন মানুষ, যিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, সুষমাজী ছিলেন একজন উচ্ছ্বসিত বক্তা এবং অসামান্য সংসদ সদস্য। তিনি দলের মধ্য সবচেয়ে প্রশংসিত এবং শ্রদ্ধার ব্যক্তি ছিলেন। তিনি যখন বিজেপির মতাদর্শ এবং আগ্রহের বিষয়গুলির কথায় আসতেন তখন তিনি আপোষহীন ছিলেন।

২০১৪-২০১৯ প্রথম দফায় মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন সুষমা স্বরাজ। সেকথা স্মরণ করে মোদি বলেন, একজন দুর্দান্ত প্রশাসক ছিলেন সুষমাজী। তার দ্বারা পরিচালিত প্রতিটি মন্ত্রণালয়ে উচ্চমান স্থাপন করেছিলেন। তিনি বিভিন্ন জাতির সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে মূল ভূমিকা পালন করেছিলেন। একজন মন্ত্রী হিসাবে আমরা তার সহানুভূতিশীল দিকটিও দেখেছি এবং বিশ্বের যে কোনও অঞ্চলে সঙ্কটগ্রস্থদের সহায়তায় পাশে দাড়িয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে