বুধবার, ০৭ আগস্ট, ২০১৯, ০১:১১:২৮

মৃত্যুর ৩ ঘণ্টা পূর্বে শেষ টুইটে যে ইচ্ছা পুরণের কথা বলে যান সুষমা স্বরাজ

মৃত্যুর ৩ ঘণ্টা পূর্বে শেষ টুইটে যে ইচ্ছা পুরণের কথা বলে যান সুষমা স্বরাজ

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত হলেন সাবেক বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি সপ্তদশ লোকসভা নির্বাচনে লড়েননি। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন বিজেপির বর্ষিয়ান এই নেত্রী।  

আজ তার অবস্থার অবনতি হওয়ায় নয়াদিল্লির এআইআইএমএস-এ ভর্তি করা হয়। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। 

মৃ'ত্যুর মাত্র ৩ ঘণ্টা আগেও শেষ ট্যুইটার পোস্টে নিজের জীবনে শেষ ইচ্ছা পূরণের কথা জানিয়ে ছিলেন। কাশ্মীরে ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্তে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে সুষমা বলেন, এই দিনের জন্য সারা জীবন অপেক্ষা করেছিলেন।

তিনি বলেছিলেন, নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা তার জীবনের চাওয়া ছিল। এই ধরনের একটি দিনের জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন।

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব সামলেছেন সুষমা স্বরাজ। কিন্তু শারীরিক অসুস্থার কারণে গত নভেম্বরে সুষমা স্বরাজ সব ধরনের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছিলেন।

তিনি সংসদ সদস্য (লোকসভা) হিসাবে সাতবার এবং আইন পরিষদের (বিধানসভা) সদস্য হিসাবে তিনবার নির্বাচিত হয়েছেন। ১৯৭৭ সালে ২৫ বছর বয়সে, তিনি উত্তর ভারতের হরিয়ানা রাজ্যর মন্ত্রীসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে