আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতকে কঠোর হুশিয়ারি দিল চীন। জম্মু-কাশ্মির পুনর্গঠন বিল ২০১৯ নামে এ বিলের আওতায় জম্মু-কাশ্মির ও লাদাখকে দুভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করছে ভারতের বিজেপি সরকার তার পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দিয়েছে দেশটি।
মঙ্গলবার বিষয়গুলো নিয়ে দুটি আলাদা বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সীমান্ত ইস্যুতে কথা বলা ও কর্মকাণ্ড ঠিক করার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।
একই সঙ্গে জম্মু-কাশ্মীর প্রশ্নে ভারত সরকারের সিদ্ধান্তকে একতরফা ব্যবস্থা বলেও নিন্দা জানায় চীন। লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে পুনর্গঠনের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেও আখ্যা দেয় দেশটি।
চীনের এসব সমালোচনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভারতও প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের উদ্দেশে দিল্লী বলেছে, লাদাখ চীন ও ভারতের মধ্যকার বিবাদপূর্ণ এলাকা হলেও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার প্রস্তাবটি ভারতের ‘অভ্যন্তরীণ ব্যাপার’।