আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিল পাকিস্তানের শাহবাজ শরিফ। নরেন্দ্র মোদিকে ভারতকে ইসরায়েল এবং কাশ্মীরকে ফিলিস্তিন বানাতে দেবো না আমরা। পাকিস্তানের বিরোধীদলের নেতা এবং পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ এ কথা বলেছেন। তিনি গতকাল ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক যৌথ অধিবেশনে ভারতের কাশ্মীর সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে এ মন্তব্য করেন।
শাহবাজ শরিফ বলেন, আমরা সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো। আমরা তিনবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই যুদ্ধের ফলাফল সবাই জানে।
তিনি বলেন, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তবে এতে আত্মসম্মানবোধ থাকতে হবে। ভারতীয় সরকার কী ভাবছে আমরা জানি না। আমাদের দুটি বিকল্প আছে। হয় আমরা বিষয়টি এড়িয়ে যেতে পারি, নয় চূড়ান্ত পদক্ষেপ নিতে পারি। কিন্তু আমরা এড়িয়ে না গিয়ে অবশ্যই চূড়ান্ত পদক্ষেপ নেবো।
প্রসঙ্গত, সোমবার ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব করেন। এর ফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়ে যায়। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরকে দুটি অঞ্চলে বিভক্ত করা হয়। সূত্র : দ্য ডন