আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় ভারতের কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। গত সোমবার ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয়।
এরপর এনিয়ে নিউইয়র্ক টাইমসের একটি সম্পাদকীয় প্রতিবেদনে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ ও ‘ভুল’ বলে আখ্যায়িত করা হয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সদ্য নির্বাচিত বিজেপি সরকার হিন্দুত্বের ধ্বজাধারী। কাশ্মীরি মুসলিমদের বাড়তি সুবিধে দেবে এমন আইনকে বিজেপি সরকার রাখতে চায় না। এই পদক্ষেপ বিজেপির দৃষ্টিভঙ্গিতে ঐতিহাসিক ভুল সংশোধন।’
এদিকে দ্য গার্ডিয়ান পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়, ৩৭০ ধারা তুলে দেয়ার মধ্য বিজেপির গেরুয়াকরণ রাজনীতি আরও একবার মুখ দেখাল।
তাছাড়া গার্ডিয়ান-এর মতে, কাশ্মীর ইস্যুতে মোদি সরকারের পদক্ষেপ ‘আইনানুগ নয় বরং নিজেদের অবস্থানকেই স্পষ্ট করা।’ গার্ডিয়ানের অনুমান, এই প্রক্রিয়ায় কাশ্মীরের রক্তপাত আর হানাহানি থামবে না।
এ ব্যাপারে জার্মান গণমাধ্যম ডি ডব্লিউ তাদের শিরোনাম বলছে, ‘আগুন নিয়ে খেলছে সরকার’। ডি ডব্লিউ-এর এশিয়া মহাদেশ বিভাগের সম্পাদক রডিন এব্বিগহসেন লিখছেন, ‘কাশ্মীরের মুসলিম জনতা এবং এই উপত্যকার রাজনৈতিক প্রতিনিধিদের এই সিদ্ধান্তে আরও বিক্ষুব্ধ করে তুলবে।’