বুধবার, ০৭ আগস্ট, ২০১৯, ০৪:০০:২৭

কাশ্মীর ইস্যু, ট্রাম্পের পাতা ফাঁদে ইমরান খান!

কাশ্মীর ইস্যু, ট্রাম্পের পাতা ফাঁদে ইমরান খান!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাতা ফাঁদে আটকে গেছেন বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ।

সোমবার (৫ আগস্ট) ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে সরাসরি কেন্দ্রশাসনের অন্তর্ভুক্ত করার প্রেক্ষিতে মরিয়াম এ অভিযোগ করেন। মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্টে বিষয়টি নিয়ে ব্যাপক হইচই হয় তবে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি পাক কর্তৃপক্ষ।

ইমরান খানের সমালোচনা করে মরিয়ম বলেন, কাশ্মীর সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ইমরান খানকে বোকা বানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কোনো ধারণা করতে পারেননি।

সামাজিকমাধ্যমে কাশ্মীর আমাদের বা কাশ্মীর হামারাহেই শীর্ষক এক প্রচারণা শুরু করেছেন মরিয়ম। সেখানে তিনি বলেন, সেখানে কী ঘটতে যাচ্ছে, তা আপনি (ইমরান খান) কল্পনাও করতে পারেননি ভারত সরকার যেখানে যা করছে, তাদের প্রস্তুতি নিয়ে করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে