আন্তর্জাতিক ডেস্ক : ভারত কাশ্মীরের উপর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তানে শুরু হয়েছে আলোচনা। এদিন পাক সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকা হয়েছিল। সেখানে কাশ্মীর ইস্যুতে কথা তোলেন ইমরান খান।
তিনি বলেন, ‘ভারত তার ইতিহাসকে ভুলে গেছে। সেই কারণেই ভারতের মুসলিম জনগোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখার পরিকল্পনা করা হচ্ছে। দেশভাগের সময় মোহাম্মদ আলি জিন্নাহ বুঝতে পেরেছিলেন, ভারতকে কেবল একটি হিন্দু রাষ্ট্র হিসাবেই তুলে ধরতে চাইবে আরএসএস। সেই দূরদৃষ্টির কারণেই তিনি চেয়েছিলেন, পাকিস্তান নামক এক আলাদা রাষ্ট্র তৈরি করতে। যেখানে মুসলিমরা স্বাভাবিক জীবন কাটাতে পারবেন।’
এরপরেই কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে সরাসরি ভারতকে আক্রমণ করেন ইমরান। তিনি বলেন, ‘এভাবে মোদি সরকার কাশ্মীরের সাধারণ মানুষকে একঘরে করে দিতে পারবে না। ভারতের জন্যই পুলওয়ামা হামলা হয়েছিল। মোদি সরকার যে সিদ্ধান্ত নিয়ে চলেছে, তাতে আবারও একটা পুলওয়ামা হামলার মতো হামলা হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।’