আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক হ্রাসের মতো কঠিন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিয়ো নিউজ উর্দু জানায়, আজ বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে ভারত বিষয়ে পাঁচটি সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো হল-
১ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস। ২ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক স্থগিত। ৩ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিগুলোর পর্যালোচনা করা হবে। ৪ অধিকৃত কাশ্মীরের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। ৫ এ ছাড়া আগামী ১৪ আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে আসন্ন স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
আজ ৭ আগস্ট বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় নির্মম বর্ণবাদী শাসন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশের জন্য সমস্ত কূটনৈতিক চ্যানেলকে সক্রিয় করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সেই বৈঠকে নয়াদিল্লি থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়ার এবং ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতরা আর নয়াদিল্লিতে থাকবেন না এবং এখানকার রাষ্ট্রদূতদেরও ফেরত পাঠানো হবে।’