আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাংশের মুসলিম সংখ্যাগ'রিষ্ঠ রাজ্য কাশ্মীরকে সন্ত্রা'সবাদীদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডের রাজনীতিবিদ গের্ট ওয়াইল্ডার্স।
ইসলাম বি'দ্বেষী এ ডাচ রাজনীতিক কাশ্মীরের গণহ'ত্যা ও ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে ভারতের প্রশংসা করেছেন। ডাচ রাজনীতিবিদ গের্ট ওয়াইল্ডার্স ভারতের গণতন্ত্রকে নিখুঁত বলে উল্লেখ করেছেন।
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল ইসলাম বিদ্বেষী এ গের্ট ওয়াইল্ডার্স। তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের মুখে যা বাতিল করতে বাধ্য হয়।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে ভারতের পাশে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্ত সে দেশের অভ্যন্তরীণ বিষয়।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রালয়ের মুখপাত্র মরগান ওরতেগাস বিবৃতি দিয়ে জানিয়েছেন, 'জম্মু ও কাশ্মীরে যা হচ্ছে তা নজরে রাখছি আমরা। জম্মু ও কাশ্মীরকে ভাগ করা ও তাদের সাংবিধানিক অধিকার বিলোপ করার বিষয়টি নজরে রয়েছে।'
এদিকে, ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ বান্না বলেন, 'এমন পদক্ষেপের ফলে জম্মু ও কাশ্মীরে সামাজিক ন্যায়বিচার হবে। বাড়বে সরকারের উপর মানুষের আস্থাও।'