বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯, ০১:২২:৪৫

এয়ারস্ট্রাইকের আশঙ্কায় নিজেদের আকাশপথ আংশিক বন্ধ করে দিলো পাকিস্তান

এয়ারস্ট্রাইকের আশঙ্কায় নিজেদের আকাশপথ আংশিক বন্ধ করে দিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভারত সরকার ৩৭০ ধারা বিলোপের পর নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিলেও হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা আংশিক বন্ধ করে দিল পাকিস্তান। ৫ সেপ্টেম্বর পর্যন্ত আংশিক বন্ধ থাকবে পাকিস্তানের আকাশপথ। খবর জিনিউজের।   

পুলওয়ামার পর পাকিস্তানে ঢুকে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বিমান সেনা। এরপর সে দেশে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় আকাশপথ। কয়েকদিন পরে আকাশপথ খুললেও তা ছিল আংশিক। গত মাসেই সম্পূর্ণভাবে উঠে গিয়েছিল নিষেধাজ্ঞা। 

গত ১৫ জুলাই পাকিস্তানের অসামরিক বিমান মন্ত্রনালয় নির্দেশিকা দিয়ে জানায়, সব ধরনের বিমানের জন্য খুলে দেওয়া হচ্ছে পাকিস্তানের আকাশপথ। কিন্তু সেটা আর স্থায়ী হল না। 

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে দিয়েছে মোদি সরকার। তারপরই ভারত-পাকিস্তানের সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। এহেন পরিস্থিতিতে ভারতকে জাতিসঙ্ঘে টেনে নিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছেন ইমরান খান। কিন্তু হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথই আংশিক বন্ধ করে দিয়েছে ইসলামবাদ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে