বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯, ০১:৫৩:২৫

এইমাত্র পাওয়াঃ ভারতীয় সীমান্তে পাকিস্তানের হামলা

এইমাত্র পাওয়াঃ ভারতীয় সীমান্তে পাকিস্তানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুতে কিছুক্ষণ আগেই ভারতের সাথে সকল ধরণের চুক্তি ভঙ্ঘ করে পাকিস্তান। এরপরেই চুক্তি ভঙ্গ করে ভারতীয় সীমান্তে আঘাত আনে পাকিস্তান।

রাত ১০ টা ১৫ মিনিটে পাকিস্তান গুলি চালানো শুরু করে বলে জানা গিয়েছে। কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা এদিকে, নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সেই এয়ারস্পেস। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।

এদিকে, বুধবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানে ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে বৈঠকে বসেন। এরপরই ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেইসঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলেও জানা গিয়েছে।সুত্রঃ কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে