বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯, ১০:২০:৫৮

সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের স্থানে রামের জন্মভূমি হওয়ার নথি দেখাতে পারল না আখড়াওয়ালারা

সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের স্থানে রামের জন্মভূমি হওয়ার নথি দেখাতে পারল না আখড়াওয়ালারা

আন্তর্জাতিক ডেস্ক : বাবরি মসজিদের স্থানে রামের জন্মভূমি থাকার বিষয়ে দ্বিতীয় দিনের শুনানিতে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান জানিয়েছে নির্মোহী আখড়াওয়ালারা। তারা সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বাসই আসল, নথি নয়। তাদের সব নথি ডাকাতি হয়ে গেছে।

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বেঞ্চের সামনে নির্মোহী আখড়ার পক্ষে বলা হয়, এত শতাব্দী পর এ স্থান যে রামচন্দ্রের জন্মভূমি ছিল, সে কথা প্রমাণ করা সম্ভব নয়। ওই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি এস এ বোবডে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস এ নাজির। আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বেথেলহেমে যীশুর জন্ম নিয়ে কি প্রশ্ন উঠেছে বা পৃথিবীর কোনো আদালতে এ নিয়ে মামলা হয়েছে!

নির্মোহী আখড়ার হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী সুশীল জৈন। আদালতের পক্ষ থেকে নির্মোহী আখড়াওয়ালাদের কাছে জানতে চাওয়া হয়, বিতর্কিত এলাকায় নিজেদের কর্তৃত্ব স্থাপন করার মতো কোনো নথি বা মৌখিক প্রমাণ রয়েছে কিনা। এর জবাবে নির্মোহী আখড়ার আইনজীবী বলেন, ১৯৮২ সালে একটি ডাকাতির ঘটনায় যাবতীয় নথি চুরি হয়ে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে