আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীর অঞ্চলের বিরোধ নিয়ে পাকিস্তান ও ভারতকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছে ইরান। খবর আনাদলু এজেন্সির। গত সোমবার মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারত সরকার। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় ওই অঞ্চলটি স্বায়ত্বশাসিত ছিল। কাশ্মীর অঞ্চলের বিশেষ মর্যাদার মধ্যে একটি হলো কাশ্মীর অঞ্চলের বাইরের কেউ ওই অঞ্চলে জমি কিনতে পারবে না।
বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে ভারত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সাম্প্রতিক ঘটনার জন্য ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের দেয়া ব্যাখ্যা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে ইরান।
ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইরান প্রত্যাশা করে ভারত ও পাকিস্তান ওই অঞ্চলে একে অন্যের বন্ধু ও অংশীদার। শান্তিপূর্ণ উপস্থাপন ও আলোচনার মাধ্যমে ওই অঞ্চলের মানুষের স্বার্থে ব্যবস্থা নেবে।