বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯, ০৯:৫২:৩৮

কাশ্মিরকে সন্ত্রা'সবাদের আঁতুলঘর বানিয়ে ছিল পাকিস্তান : নরেন্দ্র মোদি

কাশ্মিরকে সন্ত্রা'সবাদের আঁতুলঘর বানিয়ে ছিল পাকিস্তান : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ৬৯ বছর পর জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিলো ভারত সরকার৷ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের সম্মান পেয়েছে জম্মু কাশ্মীর ও লাদাখ৷ সংসদে এই সংক্রান্ত বিল পাসও হয়ে গিয়েছে৷

সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের পর জাতির মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার নতুন সূর্যোদয়। ঐতিহাসিক ভূস্বর্গ ভাগের পর প্রথম প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রথমেই প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো কাশ্মীরে পাকিস্তানের বিরুদ্ধে আত'ঙ্কবাদ ছড়ানোর চেষ্টার অভিযোগ৷

তিনি বলেন, ‘ভূ-স্বর্গের মানুষকে ব্যবহার করে কাশ্মিরকে সন্ত্রা'সবাদের আঁতুলঘর বানিয়ে ছিল পাকিস্তান। এবার জনতাই সন্ত্রা'সবা'দীদের জবাব দেবে৷ দীর্ঘদিন ধরে কাশ্মীরকে অশান্তি করে রাখার জবাব এবার পাবে পাকিস্তান৷’

প্রসঙ্গ জম্মু-কাশ্মীর, ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার আর এর জেরেই ফের উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারত-পাক সম্পর্ক। এদিন সকালে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে পাকিস্তানকে আক্রমণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও৷ 

তিনি বলেন, 'আপনি আপনার মত ইচ্ছামতন বন্ধু বদল করতে পারেন কিন্তু আপনার প্রতিবেশী কে হবেন তা আপনার হাতে নেই। আর আমাদের নিকটতম প্রতিবেশী যেরকম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম প্রতিবেশী যেন কারোর ভাগ্যে না জোটে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে