শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯, ১২:২১:৩৩

ফের মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় সেনার বিমান

ফের মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় সেনার বিমান

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভেঙে পড়ল ভারতীয় সেনার বিমান৷ বৃহস্পতিবার ভারতীয় সেনার সুখোই-৩- জেটটি অসমের তেজপুরে ভেঙে পড়ে৷ দুই পাইলট আহত হলেও তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা যাচ্ছে৷ কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানা যাচ্ছে৷

জানা গিয়েছে, তেজপুর থেকে এটি রুটিন ট্রেনিংয়ে বেরিয়েছিল৷ কিছুটা দূরে গিয়েই ভেঙে পড়ে এটি৷ দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন৷

এর আগে, গত মার্চ মাসে, ভেঙে পড়ে মিগ ২৭ যুদ্ধবিমান৷ ভারতীয় বায়ুসেনার এই মিগ বিমানটি রুটিন মহড়া দিচ্ছিল বলে খবর৷ সেই সময়েই আচমকা বিমানটি ভেঙে পড়ে৷ এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।

রাজস্থানের যোধপুরে এই রুটিন মহড়া চলছিল৷ যোধপুরের গোদানায় বিমানটি ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে