বিধবার হাতের রান্না খাওয়া নিয়ে লঙ্কা-কাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দু'সপ্তাহ ধরে গ্রামের এক বিধবা মহিলাকে স্থানীয় একটি স্কুলের মিড-ডে মিল রাঁধতে দিচ্ছিলেন না গ্রামবাসীরা| গ্রামবাসীদের যুক্তি, বিধবা মহিলার হাতে রান্না করা খাবার খেলে তাদের সন্তানদের ক্ষতি হবে|
এখানেই শেষ নয়, কল্যাণপুর গ্রামের বাসিন্দারা শুধু ওই বিধবা মহিলাকে মিড-ডে মিল রান্না করতেই বাধা দেননি, জোর করে সরকারি স্কুলটিও বন্ধ করে দিয়েছিলেন|
অবশেষে সেই জট কাটল শুক্রবার| ওই মহিলাকে স্কুলে রান্নার কাজে ফের নিয়োগ করা হয়েছে এবং গ্রামবাসীরাও বিক্ষোভ তুলে নিয়েছেন|
এমন অসম্ভব কাজ কী করে সম্ভব হল?
অসাধ্য কাজটি সাধন করেছেন ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট রাহুল কুমার| তিনি গতকাল একটি প্রতিনিধি দল নিয়ে যান ওই স্কুলে| সেখানে স্কুলের দাওয়ায় বসে ওই বিধবা মহিলার হাতে রান্না করা খাবার খান ডিএম নিজে| সঙ্গে নেন স্কুলের পড়ুয়াদেরও| গ্রামবাসীদের সামনে তিনি দেখান, বিধবার হাতে রাঁধা খাবার খেয়েও তিনি দিব্যি সুস্থ রয়েছেন| অবশেষে গ্রামবাসীরা নিজেদের ভুল বুঝতে পেরে ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন|
২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস