মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ১২:২৯:৩৮

'পরিবেশ রক্ষা করতে চাইলে, কম খাবেন ও একদিন পর পর মলত্যাগ করুন'

'পরিবেশ রক্ষা করতে চাইলে, কম খাবেন ও একদিন পর পর মলত্যাগ করুন'

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিনিয়তই দূষণ হচ্ছে পরিবেশ। আর তার জন্য মানুষের অসচেতনতা এর জন্য দায়ী। পরিবেশ রক্ষার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হলেও তা ফলপ্রসু হচ্ছে না। 

তবে পরিবেশ রক্ষার জন্য এবার অন্যরকম পরামর্শ দিয়েছেন 'বিশিষ্ট পরিবেশবিদ' ব্রাজিলের রাষ্ট্রপতি জেইর বলসোনারো। পরিবেশ রক্ষার্থে তিনি মানুষকে পরামর্শ দিয়ে বলেন, একদিন পর পর মলত্যাগ করুন।

সম্প্রতি আমাজনে বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি সরকারি তথ্যে উঠে আসার পর বলসোনারো তোপের মুখে পড়েন। কয়েকদিন আগে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, কীভাবে পরিবেশকে রক্ষা করে কৃষির উন্নয়ন করা যায়। এ প্রশ্নের জবাবে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি।

বন উজাড়ের বিষয়ে সরকারি প্রতিবেদন প্রকাশের পর ওই সংস্থার প্রধানকে বরখাস্ত করেন বলসোনারো। তার অভিযোগ, ওই ব্যক্তি সমস্যার পরিধি সম্পর্কে মিথ্যা বলেছে। এ বিষয়ক একটি প্রতিবেদনের বরাত দিয়ে ওই সাংবাদিক বলেন, পৃথিবীতে গ্রীন হাউজ প্রভাবের এক চতুর্থাংশের জন্য দায়ী বন উজাড় ও কৃষিক্ষেত্র।

সাংবাদিকের এ কথায় বলসোনারো ওই মন্তব্য করেন। তিনি বলেন, খানিকটা কম খাওয়া এক্ষেত্রে যথেষ্ট। আপনি পরিবেশ দূষণের বিষয়ে কথা বলছেন তো? সেক্ষেত্রে একদিন পর পর মলত্যাগ করলেই হবে। এটা পুরো বিশ্বের জন্যই ভালো ফলাফল বয়ে আনবে।

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, গত জানুয়ারিতে বলসোনারো দায়িত্ব গ্রহণের পর থেকে ধীরে ধীরে ক্ষতির মুখোমুখি হচ্ছে অ্যামাজন। কারণ তার সরকার যে নীতি নিয়েছে সেগুলোতে পরিবেশ সংরক্ষণের চাইতে উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে বেশি।

ব্রাজিলের মহাকাশ সংস্থার তথ্য থেকে দেখা গেছে, গত বছরের জুনে অ্যামাজনে যে পরিমাণ বনভূমি ধ্বংস করা হতো, এ বছরের জুনে, অর্থাৎ পুরো এক বছরের মাথায় এই বন উজাড়ের হার ৮৮% বৃদ্ধি পেয়েছে। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে