মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ০৮:৪৫:৫৪

তামার ঘটিতে কয়লা ভরে স্কুলের পোশাক ইস্ত্রি করতাম : নরেন্দ্র মোদি

তামার ঘটিতে কয়লা ভরে স্কুলের পোশাক ইস্ত্রি করতাম : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গলে জঙ্গলে ঘুরে বন ও বন্যপ্রাণীদের চরিত্র, বাস্তুসংস্থানের গল্প বলেন বেয়ার গ্রিলস এ পর্বে তার সঙ্গী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেয়ার গ্রিল বললেন, উত্তরাখণ্ডে জিম করবেট জাতীয় উদ্যানে হিংস্র পশু আছে বাঘ আছে মোদি জবাবে বলেন, আমরা প্রকৃতির সঙ্গে তালমিল রেখে চললে বন্য পশুও কিছু করবে না।

এরপর বেয়ার গ্রিলস প্রশ্ন করেন, শৈশব কোথায় কেটেছে আপনার মোদি বলেন, গুজরাটের এক ছোট এলাকায় জন্মেছি ছোট পরিবারে জন্ম ভাল ছাত্র ছিলাম না সাবান কেনার ক্ষমতা ছিল না বৃষ্টি পড়লে লবণের স্তর তৈরি হত। তা দিয়ে গোসল করতাম কাপড় কাচতাম এভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বড় হয়েছি।

বেয়ার আবার প্রশ্ন করেন শৈশব থেকেই এমন চটকদার পোশাক পরতেন জবাবে মোদি বলেন, স্কুলে যেতাম ফিটফাট তামার ঘটিতে কয়লা ভরে ইস্ত্রি করতাম। বাবাকে সাহায্য করতাম স্টেশনে চা বিক্রি করতাম। হিমালয়ে কাটিয়েছি অনেক বছর আজও সেটাই শক্তি দেয়।

অনুষ্ঠানটির প্রচার শেষ হওয়ার পর ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে প্রধানমন্ত্রী মোদির ব্যাপক প্রশংসা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে