আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশ'স্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশে অনুপ্র'বেশকারী মার্কিন গোয়েন্দা ড্রো'ন ভূপা'তিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর এই ভ'য়ে পাল্টা হামলা চালায়নি যে এর ফলে বহু মানুষের প্রা'ণহা'নি ঘটবে বরং মার্কিন সেনাবাহিনী তাকে বুঝিয়েছিল যে তেহরানের ওপর হামলা চালানো হলে এর ভ'য়ানক পরি'ণতি ভো'গ করতে হবে।
আজ বুধবার মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেন, যখন মার্কিন গোয়েন্দা ড্রো'ন গু'লি করে ভূপা'তিত করা হয় তখন ইরানের ওপর তৎক্ষণাৎ পা'ল্টা হামলার প্রস্তু'তি নিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সেনাবাহিনী ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের ওপর হামলা চালানো হলে এর প'রিণতি বিশেষ করে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, যেসব দেশে প্রতিরোধকামী সংগঠনগুলো সক্রিয় আছে তাদের কাছ থেকে কি প্রতি'ক্রিয়া আসতে পারে সে বিষয়ে তাকে ব্রিফিং করেন।
তিনি বলেন, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারবেন না। শত শত মানুষের প্রা'ণহা'নি ঘটবে-এই অজুহাতে তিনি হামলা চালান নি বলে ট্রাম্প যে দাবি করেছেন তা ডাহা মিথ্যা বলে জানান তিনি। সূত্র : পার্সটুডে।