শান্তি প্রতিষ্ঠার আগে আসাদকে ক্ষমতা থেকে সরতে হবে : কেরি
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি অবশ্য দাবি করেছেন, সিরিয়ায় সরকার পরিবর্তনের চেষ্টা করছে না আমেরিকা।
কেরি রোসিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, “বাশার আসাদ হচ্ছেন সন্ত্রাসীদের জন্য ম্যাগনেট এবং তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। এমনকি রাশিয়া যদি তাকে রক্ষার চেষ্টা করে তাহলেও তা সফল হওয়ার সম্ভাবনা কম।”
জন কেরি বলেন, “রাশিয়ার বিমান হামলা সত্ত্বেও আসাদের পতন ঠেকানো যাবে না। এছাড়া, তার সঙ্গে সন্ত্রাসীদের যুদ্ধ বন্ধ করা যাবে না কারণ আসাদ বিদেশি সন্ত্রাসীদেরকে সিরিয়ায় আকর্ষণ করেছেন। সন্ত্রাসীরা আসাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে।” মস্কো সফরের সময় কেরি বলেছিলেন, প্রেসিডেন্ট আসাদ ক্ষমতায় থাকতে পারেন এবং সিরিয়ার জনগণই তার ভাগ্য নির্ধারণ করবে।
এছাড়া, শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যে প্রস্তাব পাস হয়েছে তাতেও বলা হয়েছে-বাশার আসাদ ক্ষমতায় থাকবেন; তার ভবিষ্যত ঠিক করবে দেশটির জনগণ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাশার আসাদকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে। এরপর কেরিও একই কথা বললেন।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল