শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৭:৪০

কাশ্মিরের জন্য নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে আমাদের সেনারা : পাক সেনাপ্রধান

কাশ্মিরের জন্য নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে আমাদের সেনারা : পাক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : ৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারতকে উত্য'ক্ত করার কোন রকম সুযোগ ন'ষ্ট করতে চাইছে না পাকিস্তান। জম্মু কাশ্মীরের বিশেষ তকমা তুলে নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তের বি'রু'দ্ধে সুর বারবারই চ'ড়ি'য়েছে পাকিস্তান৷ 

আর এবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ভারতকে হু'মকি দিলেন যু'দ্ধের। তিনি বলেন, এই মুহূর্তে কাশ্মীরে এক নৃশং'সতার রাজনীতি চলছে৷ তার সঙ্গে হিন্দুত্ববাদের শিকার হচ্ছে কাশ্মীর। কাশ্মীর পাকিস্তানের একটি বিষয়। 

পাক সেনাপ্রধান বলেন, ভারত সরকার কাশ্মীর নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা একটা চ্যা'লে'ঞ্জ হিসেবে নিয়েছি। পাকিস্তান কখনও কাশ্মীরকে একা ছাড়বে না। আমাদের সেনাবাহিনী নিজেদের শেষ নিঃশ্বাস এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত কাশ্মীরের জন্য ল'ড়া'ই চালিয়ে যাবে৷

পাক প্রধানমন্ত্রী ইমরান খানও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে প'রমা'ণু হা'তি'য়ার নিয়ে ভারতকে হু'ম'কি দিয়েছিলেন৷ আসন্ন যু'দ্ধে তারা যে তা ব্যবহার করতেও পারে তাও জানিয়েছিলেন। 

কিন্তু পরে প'রমা'ণু হা'তি'য়ার নিয়ে সুর নরম করলেও কোনভাবেই ভারতকে উ'ত্য'ক্ত করার এবং জম্মু কাশ্মীরে শান্তি বি'ঘ্নি'ত করার সুযোগ ছাড়তে চাইছে না পাকিস্তান৷ পাক অধিকৃত কাশ্মীর যে তারা নিজেদের দখলে রাখতেও মরিয়া তা বারেবারে হাবে ভাবে বুঝিয়েও দিয়েছে। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে