শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩৫:১২

পাকিস্তান বিশ্বের সবচেয়ে বি'প'জ্জনক দেশ : মার্কিন প্রতিরক্ষা সচিব

পাকিস্তান বিশ্বের সবচেয়ে বি'প'জ্জনক দেশ : মার্কিন প্রতিরক্ষা সচিব

আন্তর্জাতিক ডেস্ক : আবারও একবার মার্কিন যুক্তরাষ্ট্রের তোপের মুখে পাকিস্তান৷ সাবেক মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের দাবি চুক্তি করার জন্য বা সম্পর্ক তৈরির জন্য পাকিস্তান বিশ্বের সবচেয়ে বি'প'জ্জনক দেশ৷ 

ম্যাটিস সম্প্রতি তার লেখা একটি বই প্রকাশ করেন৷ ‘Call Sign Chaos: Learning to Lead.’ শীর্ষক বইটিতে এমনই মন্তব্য করেছেন ম্যাটিস৷

তার মন্তব্য পাকিস্তান এমন এক মনোভাব নিয়ে চলছে, যেখান থেকে শুধু হিং'সা ও প্রতিশো'ধমূলক স্পৃহা কাজ করছে৷ ভারতের প্রতি তাদের মনোভাব যেরকম, অন্যান্য দেশগুলির প্রতিও তারা সেভাবেই ব্যবহার করে বলে মত ম্যাটিসের৷

৬৮ বছর বয়েসি এই সাবেক সেনা কর্তা ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব হিসেবে কাজ করেছেন৷ এর আগেও ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে নিশ্চিতভাবেই ভারতের প্রধানমন্ত্রীর কাছে ট্রাম্প শান্তি ফেরানোর পদক্ষেপের কথা শুনতে চাইবেন। কাশ্মীরের মানবাধিকার কীভাবে রক্ষা করছেন, তাও জানবেন ট্রাম্প।
 
শুধুমাত্র ভারত চাইলেই কাশ্মীর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে পারে বলেও জানান ওই কর্মকর্তা। যদিও ভারত আগেই জানিয়েছে যে, কাশ্মীর দেশের অভ্যন্তরীণ বিষয়। তৃতীয়পক্ষের দরকার নেই। এছাড়া পাকিস্তানকে স'ন্ত্রা'সবাদ নিয়েও বার্তা দিয়েছে আমেরিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে