শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:০০:০৬

পাকিস্তান কাশ্মীরে ঝামেলা বাড়ানোর চেষ্টা করছে : অজিত দোভাল

পাকিস্তান কাশ্মীরে ঝামেলা বাড়ানোর চেষ্টা করছে : অজিত দোভাল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত কুমার দোভাল বলেছেন, পাকিস্তান কাশ্মীরে ঝামেলা বাড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি কাশ্মীরে কমপক্ষে ২৩০ জন পাকিস্তানি স'ন্ত্রা'সীকে চিহ্নিত করা হয়েছে। 

এর মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আজ শনিবার সকালে অজিত কুমার দোভাল এসব কথা বলেন। 

অজিত কুমার দোভাল বলেন, আমরা পাকিস্তানের স'ন্ত্রা'সীদের থেকে কাশ্মীরিদের জীবন রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। যদিও আমরা নিষে'ধা'জ্ঞা জারি করেছি। স'ন্ত্রা'স পাকিস্তানের কাছে একমাত্র অ'স্ত্র পরিস্থিতিকে অস্থির করে তোলার জন্য। 

তার দাবি, ভারত-পাকিস্তান সীমান্তের ২০ কিলোমিটার দূরে একটি পাকিস্তানি যোগাযোগ টাওয়ার সনাক্ত করা হয়েছে। সেই টাওয়ার দিয়ে স'ন্ত্রা'সীরা যোগাযোগ করছে নিজেদের মধ্যে।

অজিত কুমার বলেন, জম্মু ও কাশ্মীরের ১৯৯টি পুলিশ স্টেশন রয়েছে। ওই স্টেশনগুলোর মধ্যে ১০টি স্টেশন অঞ্চলে চলাফেরার নিষেধাজ্ঞার আদেশ রয়েছে। বাকিগুলোতে কোনো ধরনের নিষেধাজ্ঞার আদেশ নেই। কাশ্মীরিদের যোগাযোগ রক্ষা করার জন্য সব ল্যান্ডলাইনের সংযোগ চালু করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন, আমরা সব ধরনের নি'ষে'ধাজ্ঞা তুলে দিতে চাই তবে তা নির্ভর করবে পাকিস্তান কীভাবে আচরণ করবে তার ওপর। বর্তমানে এই ইস্যু নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। 

তিনি আরো বলেন, পাকিস্তান যদি ভালো আচরণ করে, স'ন্ত্রা'সী কাজ বন্ধ করে, কাশ্মীরে যোগাযোগ টাওয়ারের মাধ্যমে সংকেত প্রেরণ বন্ধ করে দেয় তাহলে আমরা কাশ্মীর থেকে সকল ধরনের নি'ষে'ধা'জ্ঞার তুলে দেব। সূত্র: টাইমস নাউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে