আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে উধাও চন্দ্রযান-২ এর খোঁজ মিলল চাঁদের পিঠে, ঘোষণা ভারতের! চাঁদের পিঠে নিখোঁজ হয়নি ভারতের চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুর ঠিক কোন জায়গায় সে নেমেছে, কক্ষপথে থাকা অরবিটার তা জানতে পেরেছে। এমনকি ছবিও তুলে ফেলেছে চাঁদের দক্ষিণ মেরুতে পা ছোঁয়ানো ল্যান্ডার বিক্রমের। সবগুলিই ‘থার্মাল ইমেজ’। সেই সব ছবিই অরবিটার ভারতের বেঙ্গালুরুতে ইসরোর গ্রাউন্ড কন্ট্রোলরুমে পাঠিয়ে দিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
রবিবার এই সুসংবাদ দিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত বিক্রমের কাছ থেকে কোনও রেডিয়ো সিগনাল অরবিটারের কাছে পৌঁছয়নি। কিন্তু যখন সে কোথায় নেমেছে, তার খবর পাওয়া গিয়েছে, তখন আশা, শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।