সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৭:৫৬

শীতার্তদের জন্য ‘মহানুভবতার’ দেয়াল

শীতার্তদের জন্য ‘মহানুভবতার’  দেয়াল

আন্তর্জাতিক ডেস্ক: শীত জেঁকে বসেছে ইরানে। দরিদ্রদের সাহায্যার্থে ইরানের বেশ কিছু শহরে অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। এলাকায় এলাকায় সুনির্দিষ্ট কিছু দেয়ালে মানুষজন তাদের অব্যবহৃত জামা-কাপড় ঝুলিয়ে দিয়ে যাচ্ছেন। আর তা থেকে যাদের প্রয়োজন তারা এসে নিয়ে যাচ্ছেন। এ সব দেয়ালকে বলা হচ্ছে ‘মহানুভবতার দেয়াল’। এই উদ্যোগ প্রথম শুরু হয় ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে। অজ্ঞাতনামা এক ব্যক্তি সেখানে একটি দেয়ালে কিছু হুক এবং হ্যাঙ্গার ঝুলিয়ে দেন। পাশে লিখে দেন, আপনার যে জিনিস আর কাজে না লাগছে, তা এখানে রেখে যান। আর আপনারের দরকারের জিনিস পেলে নিয়ে যান। এর পরপরই দেয়ালের হুকে, হ্যাঙ্গারে বহু মানুষ এসে কোট, জাম্পার, কম্বল ঝুলিয়ে রেখে যেতে শুরু করেন। এরপর ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগের কথা ছড়িয়ে পড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে থাকেন। ফলে এখন ইরানের বহু শহরেই একই কায়দায় শুরু হয়েছে মহানুভবতার দেয়াল। সোশ্যাল মিডিয়াতে অনেকে এই সুযোগে সরকারকে একহাত নিচ্ছেন যে তারা শীতার্ত মানুষের কথা ভুলে গেছে। ফেসবুকে একজন লিখেছেন, দেশে যখন এত সম্পদ, তখন মানুষ মানুষকে সাহায্য করছে। যারা ক্ষমতায় তারা মানুষের জন্য কোনও চিন্তা করছেন না। পশ্চিমা দেশগুলোর সাথে সম্প্রতি পারমানবিক চুক্তি করে ব্যবসা বাণিজ্য বাড়তে শুরু করেছে ইরানে। তবে এতদিন নিষেধাজ্ঞার মধ্যে থাকার ধাক্কা সামলাতে হচ্ছে মানুষকে। এক হিসাবে, ইরানে ১৫০০০ মানুষ গৃহহীন। শীতের মধ্যে মহানুভবতার এসব দেয়াল তাদের অনেককে জন্য কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। সূত্র : বিসিবি ২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে