আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যু কেন্দ্র করে কিছুদিন ধরেই চলছে ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা। এরই মধ্যে পাকিস্তানের অর্থনীতির অবস্থাও বেশ নাজুক। ঠিক এমন সময়ে পাকিস্তানের পাশে এসে দাঁড়ালো বন্ধু রাষ্ট্র চীন।
বেইজিং ঘোষণা দিয়েছে, ইসলামাবাদে ইমরান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে শি জিন পিংয়ের চীন।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামাবাদে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং এমন ঘোষণা দিয়েছেন। ইসলামাবাদে দেশটির উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সঙ্গে আলোচনার সময় এ কথা জানান তিনি।
চীনা রাষ্ট্রদূত বলছেন, চীন পাকিস্তান ইকোনোমিক করিডোর (সিপিইসি) উন্নয়ন প্রকল্পের চলমান অগ্রগতি বেশ সন্তোষজনক। চীন-পাকিস্তান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের (সিপিএফটিএ) দ্বিতীয় ধাপের কাজও আগামী অক্টোবরে শেষ হবে। যার মাধ্যমে শুল্ক ছাড়াই পাকিস্তান তাদের ৯০ শতাংশ পণ্য রফতানি করবে।
ইসলামাবাদে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং বলেছেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে পাকিস্তানের রফতানি বাজারের সুবিধা ৫০০ মিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। যার মাধ্যমে পাকিস্তান ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য অসমতা আরও কমে আসবে।