রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১০:১৯

পাকিস্তান থেকে কাশ্মীরে প্রবেশের চেষ্টায় প্রায় ২৩০ জন জ'ঙ্গি

পাকিস্তান থেকে কাশ্মীরে প্রবেশের চেষ্টায় প্রায় ২৩০ জন জ'ঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে ওই অঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে কাশ্মীর কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে এক উত্তে'জনা বিরাজ করছে। 

এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, পাকিস্তান থেকে ভারতে দুই শতাধিক জ'ঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে। সীমান্ত এলাকা দিয়ে উপত্যকায় সহিং'সতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। 

তিনি সাংবাদিকদের বলেন, প্রায় ২৩০ জন জ'ঙ্গি কাশ্মীরের বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ করতে প্রস্তুত হয়ে আছে। গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে সামরিক কর্মকর্তারাও জানিয়েছেন যে, ইতোমধ্যেই কিছু জ'ঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছে। ডোভাল বলেন, বিপুল পরিমাণে অ'স্ত্র চোরাচালান হচ্ছে এবং কাশ্মীরের মানুষকে সমস্যা তৈরি করার জন্যে উ'সকে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা সব নিষে'ধা'জ্ঞা তুলে দিতে চাই। তবে এটা নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। যথেষ্ট উত্তে'জক ও প্রতিক্রিয়ামূলক পরিস্থিতি রয়েছে সেখানে। যদি পাকিস্তান স'ন্ত্রা'সবাদীদের দমনে পদক্ষেপ নেয় যাতে তারা ভারতের মাটিতে অনুপ্রবেশ না করে, যদি পাকিস্তান স'ন্ত্রা'সীদের সংকেত পাঠানো ব'ন্ধ করে দেয়, তবে এই বিধিনি'ষে'ধ তুলে নিতে পারি আমরা।

নিরাপত্তার স্বার্থেই কাশ্মীর উপত্যকার কিছু অংশে এখনও বিধিনি'ষে'ধ জারি রয়েছে। কিছুটা প্রতিব'ন্ধকতা শিথিল করা হয়েছে, তবে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা এখনও ব'ন্ধ রয়েছে কারণ এগুলোই অ'শান্তি ছড়াতে ব্যবহার করা হতে পারে বলে মনে করেন অজিত দোভাল।

তবে পাকিস্তান তাদের মাটিতে জ'ঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে, অ'স্ত্রশ'স্ত্রের জোগান দিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে বলে ভারত যে অভিযোগ করছে তা অস্বীকার করেছেন। 

গত মাসে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়া হয়। জম্মু-কাশ্মীরকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্তের ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে